Shovon Study

Education News Website

এসএসসি ২০২৪ বাংলা ১ম পত্র সাজেশন

এসএসসি ২০২৪ শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র বিষয় ফাইনাল সাজেশন আমরা তুলে ধরছি। যেখান থেকে শিক্ষার্থীরা গদ্য কবিতা নাটক উপন্যাস সাজেশন দেখতে পারবে।

মূলত গদ্য এবং কবিতার মূল সাজেশন দেওয়া হয়ে থাকে। এখানে মূল বইয়ে ১৫ থেকে ২০ টি অধ্যায় করে রয়েছে।

কিন্তু এতগুলো অধ্যায় শিক্ষার্থীদের জন্য পড়া অনেক কষ্টকর। এই জায়গায় শিক্ষার্থীরা সংক্ষিপ্ত আকারে পড়তে পারে।

বাংলা প্রথম পত্র পরীক্ষায় গদ্য বিষয়ে প্রশ্ন আসবে সর্বমোট চারটি, যেখান থেকে শিক্ষার্থীদের দুইটি প্রশ্নের উত্তর বাধ্যতামূলক দিতে হবে।

শিক্ষার্থীদের সুবিধার্থে যে অধ্যায় থেকে প্রশ্ন কমন পড়বে তার তালিকা নিচে তুলে ধরছে যেখান থেকে শিক্ষার্থীরা সরাসরি তাদের প্রশ্ন দেখে নিতে পারবে।

  • বই পড়া
  • সুভা
  • অভাগীর স্বর্গ
  • পল্লী সাহিত্য
  • মানুষ মোহাম্মদ সাঃ
  • শিক্ষা ও মনুষ্যত্ব
  • প্রবাস বন্ধু
  • মমতাদি
  • একাত্তরের দিনগুলো
  • স্বাধীনতা আমাদের স্বাধীনতা
  • সাহিত্যের রূপ ও রীতি

কবিতা সাজেশন

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বাংলা প্রথম পত্রের কবিতায় তিনটি প্রশ্ন আসবে, যেখান থেকে দুইটি প্রশ্নের উত্তর বাধ্যতামূলক দিতে হবে।

এই জায়গায় প্রশ্ন শিক্ষার্থীরা খুব সহজে উত্তর দিতে পারে। আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে সাজেশন এর অধ্যায়গুলো তুলে ধরছি যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসতে পারে।

  • বঙ্গবাণী
  • কপোতাক্ষ নদ
  • ঝর্ণার গান
  • জুতা আবিষ্কার
  • জীবনবিনিময়
  • মানুষ
  • সেই দিন এই মাঠ
  • পল্লী জননী
  • তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
  • আমার পরিচয়
  • স্বাধীনতা এই শব্দটি আমাদের কিভাবে হলো
  • সাহসী জননী

নাটক এবং উপন্যাসের দুইটি বিভাগ থেকে সর্বমোট চারটি প্রশ্ন আসবে। যেখান থেকে প্রতি বিভাগ থেকে একটি করে বাধ্যতামূলক প্রশ্নের উত্তর দিতে হবে।

এক্ষেত্রে শিক্ষার্থীদের সম্পূর্ণ নাটক পড়তে হবে। এক্ষেত্রে দুইটি নাটক এবং উপন্যাস রয়েছে তার নিচে তুলে ধরা হলো।

  • উপন্যাস – কাকতাড়ুয়া
  • নাটক – বহুবির পীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *